thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

১৪২৭০ গাছ নিধনের বিপরীতে মামলা ১৪২

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৭:২৬:২৬
১৪২৭০ গাছ নিধনের বিপরীতে মামলা ১৪২

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিগত এক বছরে হরতাল-অবরোধের মত রাজনৈতিক সহিংসতায় বন বিভাগের ১৪ হাজার ২৭০টি গাছ নিধন করা হয়েছে। এ ব্যাপারে সারাদেশে ১৪২টি মামলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বন বিভাগ ছাড়াও সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন এনজিও’র বিপুল সংখ্যক গাছ কর্তন করা হয়েছে। বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অন্যায়ভাবে গাছ নিধন বন্ধে আইন আরও কঠোর করা যেতে পারে।’

এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, ‘পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্টের আওতায় এ পর্যন্ত ১ হাজার ৬০৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯২ কোটি ৯৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘জাতীয় বন নীতি অনুযায়ী সরকারি মালিকানাধীন প্রান্তিক ভূমি তথা সড়ক, রেলপথ ও সকল প্রকার বাঁধের উভয় পাশে স্থানীয় জনগণের অংশীদারীত্বে সামাজিক বনায়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের সকল বেড়িবাঁধ, সড়ক ও মহাসড়কের পাশে বনায়ন উপযোগী প্রান্তিক ভূমিকে পর্যায়ক্রমে বনায়নের আওতায় আনা হবে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর