thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে বাসের ধাক্কায় ইডেন কলেজ প্রভাষকের স্ত্রীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৭:৩৬:৪৪
রাজধানীতে বাসের ধাক্কায় ইডেন কলেজ প্রভাষকের স্ত্রীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকার সাতমসজিদ রোডে মেডিনোভার সামনে রাজা সিটি পরিবহনের একটি বাসের ধাক্কায় ইডেন কলেজের প্রভাষক আবদুল কাদেরের স্ত্রী খালেদা খানম কাকলী (৩৫) নিহত হয়েছেন। কাকলী ঢাকা মহানগর পুলিশের এএসপি রিফাত রহমানের ছোট বোন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আব্দুর রশীদ জানান, খালেদা খানম কাকলী মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদরে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ আহমেদ মাসুদ করিম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর