thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপি সমর্থকরা আতঙ্কে

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৭:৪৫:২৫
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপি সমর্থকরা আতঙ্কে

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার আশাশুনি উপজেলা নির্বাচন ১৯ ফেব্রুয়ারি। নির্বাচন নিয়ে জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেলেও বিএনপি সমর্থকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি সমর্থিত লোকদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থকরা।

বিএনপির একক প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘তার উপজেলায় প্রতিনিয়ত নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ‘শ্রীউলা ইউনিয়ন যুবদলের সভাপতি ওসমান গনির বাড়িতে নির্বাচনী প্রচারণার জন্য গেলে তার পরদিন ওই বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে পুলিশ।’

আগরদাড়ি গ্রামের বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু তার সঙ্গে বেড়ানোর অভিযোগে তাকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কেউ থাকলে বা আমরা কারও বাড়িতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। মামলা, হামলা ও গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে।’

এবারের উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

তার মতে জামায়াতের প্রার্থীকে দাঁড় করিয়ে রেখে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সবদলের প্রার্থীরা যাতে নির্বিঘে প্রচার চালাতে পারে সে ব্যাপারে পুলিশ সহযোগিতা দেবে।’

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর