thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গেন্ডারিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৭:৫৭:১৬
গেন্ডারিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার গেন্ডারিয়া থেকে রাজীব (২৬) নামে এক যুবকের বস্তাবন্দি মৃতদহ উদ্ধার করেছে পুলিশ। গেন্ডারিয়ার ১৭/৭ নম্বর বাসা থেকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মৃতদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজীবের বাবার নাম নূর হোসেন।’

(দ্য রিপোর্ট/এএইচএ/এফএস/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর