thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

উৎপাদনশীলতা বাড়াতে বিজিএমইএ’র সঙ্গে ইমপেক্ট’র চুক্তি

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫০:১৮
উৎপাদনশীলতা বাড়াতে বিজিএমইএ’র সঙ্গে ইমপেক্ট’র চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ গার্মেন্ট শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইমপেক্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ২ শতাধিক কারখানার শ্রমিককে উৎপাদনশীলতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে। ইমপেক্ট ও বিজিএমইএ যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসুচি পরিচালনা করবে।

বৃহস্পতিবার এ বিষয়ে বিজিএমইএ কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম ও ইমপেক্ট বাংলাদেশের চেয়ারম্যান রোজী হার্টস নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইমপেক্ট শ্রমিকের মান উন্নয়ন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, সরকার-শ্রমিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শক সংস্থা হিসেবে কাজ করে থাকে। ইতোমধ্যে ঢাকার ৪৫টি কারখানায় শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ভালো ফলও পেয়েছে সংশ্লিষ্টরা।

(দ্য রিপোর্ট/এআই/জেএম/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর