thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

জামায়াতের হরতালে স্বাভাবিক রাজধানী

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫১:০৫
জামায়াতের হরতালে স্বাভাবিক রাজধানী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী ঢাকা ছিল প্রায় স্বাভাবিক।

জামায়াত-শিবিরের আগের হরতালগুলোতে রাজপথে সহিংসতা থাকলেও এবারের হরতালে এমনটি ছিল না বললেই চলে। অন্যদিনের চেয়ে রাস্তায় গণপরিবহন ও প্রাইভেটকার কম চললেও জীবনযাত্রা ছিল স্বাভাবিক।

দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।

হরতালের সমর্থনে রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকেই মিছিল করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সব মিছিলে মহানগরী জামায়াত ও শিবির নেতারা নেতৃত্ব দেন। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি এ সব মিছিল। আগের হরতালগুলোতে জামায়াত-শিবির রাজপথে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করলেও এবারের হরতালে এ ধরনের তেমন কোনো ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/কেএ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর