thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আদুরির মাকে রিকশা ও অর্থসাহায্য পুলিশের

২০১৩ নভেম্বর ০৪ ১৪:১৫:৩৫
আদুরির মাকে রিকশা ও অর্থসাহায্য পুলিশের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির‌্যাতিত গৃহপরিচারিকা আদুরি ও তার পরিবারের ভরনপোষণের জন্য ৫টি রিকশা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসময় আদুরির মা সাফিয়া বেগমের হাতে নগদ ৭৬ হাজার টাকাও তুলে দেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আদুরির মা’র হাতে এ অর্থ তুলে দেন তিনি।

পুলিশ কমিশনার আদুরির মা সাফিয়া বেগমকে বলেন, ‘৫টি রিকশার ভাড়ার টাকায় আশা করি আপনার পরিবারের অর্থকষ্ট দূর হবে। চেষ্টা করবেন এ টাকা দিয়ে আদুরিকে পড়াশোনা করানোর।’ এ সময় নগদ ৭৬ হাজার টাকা আদুরির মার হাতে তুলে দিয়ে তিনি আরো বলেন, ‘এই টাকা এক অতিরিক্ত পুলিশ সুপারের কানাডা প্রবাসিী ভাই ডা. জাহাঙ্গীর দিয়েছেন। আশা করি, এই টাকাও আপনার পরিবারের কাজে লাগবে।’

এসময় আদুরি ও তার মাকে আশ্বস্ত করে পুলিশ কমিশনার বলেন, ‘এখন থেকে আপনাদের পরিবারের দায়িত্ব পুলিশের। আমি জানি আপনাদের কোনো থাকার জায়গা নেই। আপনারা পটুয়াখালীতে আপনাদের গ্রামে একটি জায়গা দেখুন। আপনাদের পছন্দের জায়গা কেনার ব্যবস্থা করবে পুলিশ।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সমাজের একটি কালো অংশের প্রভাব আদুরির উপর পড়েছে। আমরা জানি এই সমাজে শত শত আদুরি আছে। তাদের মাথার উপেরেও কালো ছায়া রযেছে। আমরা হয়তো শত শত আদুরিকে সহায়তা করতে পারবো না, তবে এক আদুরিকে সহায়তা করার মাধ্যমে সব আদুরিকেই সহায়তা করতে পারবো।

সাংবাদিকদের তিনি জানান, ‘আদুরিকে নির‌্যাতনকারী স্বামী এবং স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। দ্রুত তাদের বিচারের রায় হবে।’

আদুরির মা দিরিপোর্র্ট২৪কে বলেন, ‘এতোদিন আমাদের পাশে কেউ ছিল না। এখন আশা করি পুলিশ আমাদেরকে দেখবে।’

(দিরিপোর্ট২৪/এস/এমসি/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর