thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কৃষকের অভিশাপ মন্ত্রীর আশীর্বাদ!

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২০:০৩:৩৭
কৃষকের অভিশাপ মন্ত্রীর আশীর্বাদ!

সংসদ প্রতিবেদক, দ্য রিপোর্ট : যথাযথ দাম না পাওয়ায় বিভিন্ন এলাকায় কৃষকরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানালেও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রার্থনা করছেন উৎপাদন আরও বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে বলেন, ‘আল্লাহ আলুর উৎপাদন আরও বাড়িয়ে দিক।’

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী প্রার্থনার সুরে এমন জবাব দেন।

তিনি আরও বলেন, প্রাচুর্য্যের বিড়ম্বনা সইতে রাজি, না খেয়ে থাকার যন্ত্রণা সইতে পারব না।

‘আমাদের সৌভাগ্য কৃষকেরা এবার অনেক আলু উৎপাদন করেছে। আলুর ফলন অনেক ভালো হয়েছে। আলু উৎপাদন আরও বাড়িয়ে দিক আল্লাহ।’ যোগ করেন মতিয়া।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার আলু রপ্তানির জন্য ব্যবস্থা নিয়েছেন। রাশিয়াতে এখন ৭শ’ কন্টেনার আলু রপ্তানি করা হচ্ছে। দেশেও আলুর মাড় স্টার্চ পাউডার হয় যা গার্মেন্টস শিল্পে কাজে লাগবে। আলুর মাড় বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি না সে বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এগুলো হলে আলুর ব্যবহার বেড়ে যাবে, কৃষক আলুর ন্যায্য মূল্য পাবে।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর