thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গণজাগরণের গণমাধ্যম স্মরণ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২০:১২:৫৮
গণজাগরণের গণমাধ্যম স্মরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি উদযাপনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার। আন্দোলনে গণজাগরণের সঙ্গে সব সময় থাকার জন্য গণমাধ্যমকে স্মরণ করেন মঞ্চের কর্মীরা।

শাহবাগের প্রজন্ম চত্বরে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের স্মৃতিচারণ করা হয়। তাদের স্মৃতিচারণ শেষে রাত ১০টা পর্যন্ত মুক্তিযুদ্ধের পঙক্তিমালার আয়োজন করেন মঞ্চের কর্মীরা।

এর আগে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ প্রজন্ম চত্বরে দেশবরেণ্য সংগঠনসমূহের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এক বছর পূর্তিতে ৫ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ। শাহবাগের প্রজন্ম চত্বরে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর