thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বরিশালে ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২০:৪১:৪৫
বরিশালে ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

বরিশাল সংবাদদাতা : জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে নিখোঁজের পাঁচদিন পর দিলীপ নন্দী (৫০) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কালীর বাজার সংলগ্ন সন্ধ্যা নদী থেকে বৃহস্পতিবার বিকেল ৫টায় তার লাশ উদ্ধার করা হয়।

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ১ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে কালীর বাজারের উদ্দেশে রওয়ানা হন পান ব্যবসায়ী দিলীপ। রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার স্ত্রী অর্চ্চনা রানী থানাতে সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়রা বৃহস্পতিবার বিকেলে মৃতদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তা উদ্ধার করে। এ সময় স্বজনেরা দিলীপ নন্দীর মৃতদেহ চিহ্নিত করেন।

ওসি আরও জানান, এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মৃতদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর