thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

আ.লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২১:৪৩:২৩
আ.লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সুজন খান (৩০) নামে যুবদলের এক নেতাকে ২ ফেব্রুয়ারি কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা মাহবুবুল আলম চাঁন খাঁ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে ভাটারা গ্রামের গুল মাহমুদের ছেলে ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদলকে।

অন্য আসামিরা হলেন- সুলতান মাহমুদ, এরশাদ, শাহিন, শামীম, সুজন গেনা, ইসমাইল, হারুন, আলাল, সরওয়ার্দী, আসাদ, আলাউদ্দিন, সরুজ, হাকিম, মুক্তা, টুন্ডা শাহিন, হুমায়ুন, রনজু, বিপুল, কালাম, রফিক, ওয়াজেদ, মনজুরুল হক, সুমের আলী ও আলম।

মামলায় আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, ঘটনার পর থেকেই অপরাধীদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি কর্মী সমাবেশ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পৌরসভার বাউসি বাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা সুজন খানের ওপর হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তার হাত-পা মোটরসাইকেলের সঙ্গে বেঁধে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ভাটারা ইউনিয়নের ধোপাদহ জামে মসজিদের সামনে মেইন রোডে তার হাত-পা ভেঙ্গে ও রগ কেটে ফেলে রেখে যায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর