thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সম্পদ ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে : ম খা আলমগীর

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২১:৫৮:৩৪
সম্পদ ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে : ম খা আলমগীর

সংসদ প্রতিবেদক, দ্য রিপোর্ট : গত পাঁচ বছরে নিজের সম্পদ মাত্র ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে স্বীকার করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। সম্পদ বৃদ্ধির নেপথ্যে তিনি নিজের মরহুম সন্তানের রেখে যাওয়া সম্পদ প্রাপ্তিকে উল্লেখ করেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে গিয়ে তিনি এ স্বীকারোক্তি দেন। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

মহিউদ্দিন খান আলমগীর দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম উল্লেখ করে বলেন, ‘এ পত্রিকা দু’টি মিথ্যা সংবাদ প্রকাশ করে তার সুনামের ওপর হামলা করেছে।’ তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার উপদেশ দেন। একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা সম্পর্কে তিনি সংসদকে জানান, এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি কোনো সম্মানী গ্রহণ করেন না। বিশ্ববিদ্যালয়টি দেশে উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সমালোচনা করে বলেন, ‘এই ভদ্রলোক নির্বাচন কমিশন থেকে গবেষণার নাম করে ৬০ লাখ টাকা নিয়েছেন। কিন্তু তা ফেরৎ দেননি। ঢাকায় শ্বশুরের সম্পদ দখল করে রেখেছেন।’ তিনি বদিউল আলম মজুমদারসহ সবার সম্পদের তদন্ত দাবি জানান।

মহিউদ্দিন খান আলমগীর ভারতের সঙ্গে পানি সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তিস্তাসহ অভিন্ন ৫৩টি নদীর পানি বিভাজন নিয়ে সরকারকে ভারতের সঙ্গে মিমাংসায় পৌঁছতে হবে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এমসি/এএল/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর