thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘মার্চের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২৩:৪৭:২৫
‘মার্চের মধ্যে জাতীয় পার্টির কাউন্সিল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মার্চের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কাউন্সিলের মাধ্যমে দলটির নেতৃত্ব ঢেলে সাজাবেন বলে দাবি করেছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি। বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদকের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘পার্টির উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। স্যার (এরশাদ) পার্টিকে ঢেলে সাজাতে চান। এ লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সব জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে পার্টির চেয়ারম্যান কথা বলবেন। তাদের সুখ-দুঃখের কথা শুনবেন। দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।’

তিনি আরও বলেন, ‘কাজী জাফরের নেতৃত্বাধীন জাপার মহাসচিব গোলাম মসীহ ইতোমধ্যে আমাদের দলে ফিরে এসেছেন। আরও অনেকে যোগাযোগ করছেন। আশা করি তারা সবাই চলে আসবেন।’

(দ্য রিপোর্ট/সাআ/এপি/এএল/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর