thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ফাহিম হোসেন চৌধুরীর ‘দখিন দুয়ার’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ০৩:৪৫:৪৪
ফাহিম হোসেন চৌধুরীর ‘দখিন দুয়ার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করল শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘দখিন দুয়ার’। বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান দিয়ে সাজানো অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। বিএফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে অ্যালবাম থেকে বেশ কয়েকটি গান পরিবেশন করেন শিল্পী ফাহিম চৌধুরী।

অ্যালবামটির উল্লেখযোগ্য গানগুলো হলো- পুব-হাওয়াতে দেয় দোলা, এমন দিনে তারে বলা যায়, এ কী গভীর বাণী এলো, কত যে তুমি মনোহর, এবার অবগুণ্ঠন খোলো, হেমন্তে কোন বসন্তেরই বাণী, শিউলি ফোটা ফুরোল, সেই ভালো সেই ভালো, আজি দখিন দুয়ার খোলা, এতদিন যে বসেছিলেম ইত্যাদি।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এএল/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর