thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বান্দরবানে পিঠা উৎসব

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ০৬:২৫:৫৬
বান্দরবানে পিঠা উৎসব

বান্দরবান সংবাদদাতা : বান্দরবান সরকারি মহিলা কলেজে বৃহস্পতিবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। কলেজ চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া। এ সময় অন্যদের মধ্যে কলেজের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পিঠা উৎসবে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হরেকরকম পিঠার স্টল দেখা যায়। কলেজের শিক্ষার্থীরা এই স্টলগুলো পরিচালনা করেন। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন পিঠা উৎসবে ভিড় জমান।

উৎসব প্রসঙ্গে মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের আয়োজনে এ পিঠা উৎসব বান্দরবানে ভিন্ন আমেজ তৈরি করেছে। আগামীতে কলেজের পক্ষ থেকে এখানে বড় আকারে পিঠা উৎসবের আয়োজন করা হবে।

(দ্য রিপোর্ট/এএস/এপি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর