thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

আসছে ‘মিকাইল অ্যান্ড ফ্রেন্ডস’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ০৫:৩০:১৬
আসছে ‘মিকাইল অ্যান্ড ফ্রেন্ডস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : তরুণ শিল্পী মিকাইল বছরের শুরুতেই কাজ শুরু করেছেন তার নতুন অ্যালবাম ‘মিকাইল অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে।

অ্যালবামে মোট ৮টি গান থাকবে। এরমধ্যে ৬টি গানের কথা লিখেছেন গ্রিস প্রবাসী লোকমান বাদশা আর একটি গানের কথা লিখেছেন ওমর ফারুক এবং বাকি একটি গানের কথা এখনো চূড়ান্ত হয়নি।
এখন পর্যন্ত অ্যালবামের তিনটি গানের রেকর্ড হয়েছে। বাকি গানগুলোর কাজ দ্রুত চলছে। বছরের মাঝামাঝি কাজ শেষ হবে বলে জানান তিনি।

জানা গেছে, এই অ্যালবামে বাংলাদেশের খ্যাতিমান বেশ কয়েকজন তরুণ সুরকার ও কম্পোজার কাজ করছেন। তাদের মধ্যে আছেন আহমেদ হুমায়ুন, এফএ সুমন, মশিউর বাপ্পি ও আলমগীর হোসেন। মিকাইলের সঙ্গে এই অ্যালবামে আরো থাকছেন সহশিল্পী কনিকা, চমক, ফারুকসহ আরো তিনজন গায়িকা। অ্যালবামে দেশের ফোক, মডার্ন, রক, মেলোডি ও রোমান্টিক ধাঁচের গান থাকছে, যা বর্তমানে সঙ্গীত পিপাসুদের মনে দাগ কাটতে সক্ষম হবে বলে অনেক বেশি আত্মবিশ্বাসী এই অ্যালবামের গায়ক মিকাইল।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর