thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১০:৩৩:৫৩
নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে নিখোঁজের চারদিন পর মোস্তফা মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ফতুল্লায় পিঠালীপুল এলাকার একটি পয়ঃনিষ্কাশনের ড্রেন থেকে বৃহস্পতিবার রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মোস্তফা ফতুল্লার পূর্ব মাসদাইর এলাকার সেলিমের ছেলে ও স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, রবিবার বিকেলে মোস্তফা নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা সেলিম মিয়া ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিঠালীপুল এলাকার একটি পয়ঃনিষ্কাশনের ড্রেন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত এক মাসে নারায়ণগঞ্জে তিন স্কুলছাত্র ও এক শিশুকে হত্যা করা হয়।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর