thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

দেশবাসী যুদ্ধের মধ্যে আছে : ইনু

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১২:৩৯:৫৬
দেশবাসী যুদ্ধের মধ্যে আছে : ইনু

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধ শেষ হলেও দেশবাসী এখনও চারটি যুদ্ধের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এগুলো হলো- দারিদ্র্য, পরিবেশ দূষণ, লিঙ্গ বৈষম্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার সকালে এ মন্তব্য করেন তিনি।

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতি নারীদের কথা স্মরণ করবে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে পুরুষরা দেশ ও জীবন রক্ষার জন্য যুদ্ধ করেছে আর নারীদের দেশ ও জীবন রক্ষার পাশাপাশি নিজেদের মানসম্মান রক্ষার জন্যও যুদ্ধ করতে হয়েছে।’

নারীদের দেশ গড়ার জন্য যুদ্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধ করতে হলে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। পুরুষের পাশে সমানভাবে আপনাদের কাজ করতে হবে।’

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নিশাতের মনে এভারেস্টে ওঠার প্রত্যয় ছিল, তাই তিনি এভারেস্টে উঠেছেন। আমার মনে ছিল স্বাধীনতা, ১৬ ডিসেম্বর আমার পর্বত বিজয় দিবস।’

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সদস্য গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর