thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৩:৫৮:০৩
প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতারণার অভিযোগে ভুয়া কোম্পানির মালিক আব্দুল্লাহ আল হেলাল (৩৮) ও ম্যানেজার আজিজুল হককে (৩৫) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এরা বিভিন্ন কোম্পানির নামে কয়েকটি জাতীয় দৈনিকে চটকদার বিজ্ঞাপন দিয়ে ২০১১ সাল থেকে প্রতারণা করে আসছিলেন।

শুক্রবার দুপুর সোয়া ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, তালুকদার গ্রুপ অব কোম্পানি, সাকুরা গ্রুপ অব কোম্পানি, এসবি গ্রুপ অব কোম্পানি ও শেরাটন গ্রুপ অব কোম্পানি প্রভৃতি নাম ব্যবহার করে সমকাল, ইত্তেফাক, প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পরিবেশক, সেলস রিপ্রেজেনটিটিভ, এরিয়া ম্যানেজার আবশ্যক বিজ্ঞাপন দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেন হেলাল ও হক।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের কথিত বিভিন্ন পণ্য বাজারজাতকরণের নাম করে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতেন। এর পর সেম্পল পাঠানোর জন্য চার্জ নিতেন। এ ক্ষেত্রে তারা বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য কিনে তার লেভেল ছিঁড়ে নিজেদের লেভেল লাগিয়ে পাঠাতেন।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় আরো জানান, যদি কেউ সেই পণ্য নিতে আগ্রহী হতেন তবে তার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আর পণ্য পাঠাতেন না। আর এভাবেই তারা প্রতারণা করে আসছিলেন। এ ক্ষেত্রে তারা ভুয়া কোম্পানির পরিচয় ও ঠিকানা ব্যবহার করতেন।

তিনি বলেন, এভাবে বিভিন্ন সময়ে তারা প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুয়া কোম্পানি ও ঠিকানা ব্যবহার করে প্রতারণা করছে- এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ৮৭/৩ উত্তর যাত্রাবাড়ীর ৮৭/৩ নাম্বার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে রমনা থানায় তাদের নামে পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৬ ধারায় একটি মামলা করা হয়েছে বলেও জানান কৃষ্ণপদ রায়।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর