thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ইশা ছাত্র আন্দোলনের সভাপতি আরিফ, সেক্রেটারি নুরুল

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৪:০৩:২৫
ইশা ছাত্র আন্দোলনের সভাপতি আরিফ, সেক্রেটারি নুরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী এক বছরের জন্য (২০১৪ সাল) ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আরিফুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মো. নুরুল ইসলাম মনোনীত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি করা হয়েছে মো. আব্দুর রহমান গিলমানকে।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম শুক্রবার দুপুরে তাদের নাম ঘোষণা করেন।

এর আগে রাজধানীর গুলিস্তান কাজী বশির আহমদ (মহানগর নাট্যমঞ্চ) মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়।

ইশা ছাত্র আন্দোলনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই পীরের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর