thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

‘চাকরি করতে চাই না’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৪:০৯:১৬
‘চাকরি করতে চাই না’

ইসহাক ফারুকী, দ্য রিপোর্ট : এখন আর ছোটপর্দায় বেশি কাজ নয়। বেছে কাজ করার পক্ষপাতি অভিনেত্রী রুনা খান। দ্য রিপোর্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটিই বলেছেন তিনি।

দ্য রিপোর্ট : অভিনয় কমিয়ে দিয়েছেন কেন?

রুনা : ভালো গল্প পাচ্ছি না, তাই বেশি কাজ করা হচ্ছে না। এই মুহূর্তে মাহফুজ আহমেদ ও জাহিদ হাসানের দুটি ধারাবাহিকে অভিনয় করছি।

দ্য রিপোর্ট : এক ঘণ্টার নাটক করছেন না?

রুনা: না। ঈদ ছাড়া এক ঘণ্টার নাটকে অভিনয় করছি না। আসলে গত ৬ মাসে তেমন কোনো কাজ করা হয়নি।

দ্য রিপোর্ট : কেন হচ্ছে না?

রুনা: প্রতিটি ধারাবাহিক তো পয়সা আয়ের জন্য বানানো হচ্ছে। এক সময় মাসে দুটি ধারাবাহিক প্রচার হতো। দর্শকদের মুখে মুখে ছিল সেই নামগুলো। এখন প্রতিদিন ২০টি চ্যানেলে প্রায় ৪০টি ধারাবাহিক প্রচার হচ্ছে। কিন্তু দর্শক মিলছে না। কাজের কাজ কিছু হচ্ছে না।

দ্য রিপোর্ট : সে জন্যই এতটা ক্ষোভ?

রুনা : ক্ষোভ নয়। আমি আসলে চাকরি করতে চাই না।

দ্য রিপোর্ট : চাকরি মানে?

রুনা : সবাই তো চাকরি করছে। মাসে ১৫-২০ দিন শুটিং করছে। নাটকে অভিনয় করতে যাচ্ছে, পয়সা পাচ্ছে। এটি চাকরি নয়তো কী? আর যে নাটক হচ্ছে, সেগুলো তো দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে না।

দ্য রিপোর্ট : এর কারণ কী?

রুনা : কোনো ধারাবাহিক নাটকের প্রথমে দেখা যায়, খুব তোড়জোড় করা হয়। গল্প এই থাকবে, চরিত্র এই হবে, ওই হবে; কিন্তু ১৩ পর্ব যাওয়ার পর গল্প ঠিক থাকে না। কোনোমতে শেষ করতে পারলেই যেন বাঁচে। এরপর তো আরেকটা শুরু করতে হবে। শুরু হয় বিশালভাবে। শেষটায় সবকিছুই দায়সারা হয়ে যায়। এভাবে কী মান ঠিক থাকে না দর্শক ধরে রাখা যায়?

দ্য রিপোর্ট : এ অবস্থায় তাহলে কী করে সময় পার করছেন?

রুনা : মেয়ে রাজেশ্বরীকে সময় দিচ্ছি। চার বছর হলো। স্কুলে যাচ্ছে। আমি ওকেই বেশি সময় দিচ্ছি।

দ্য রিপোর্ট : আর মিডিয়াকে সময় দেবেন না?

রুনা : দেব। চলচ্চিত্রের জন্য প্রস্ততি নিচ্ছি। ভালো গল্প ও পরিচালক পেলে চলচ্চিত্রে অভিনয় করব।

(দ্য রিপোর্ট/আইএফ/এইচএসএম/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর