thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হরতালে গণপরিবহন সীমিত, যাত্রী ভোগান্তি

২০১৩ নভেম্বর ০৪ ১৫:৫৭:০৭
হরতালে গণপরিবহন সীমিত, যাত্রী ভোগান্তি

রানা হানিফ, দিরিপোর্ট২৪ প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফার হরতালের প্রথম দিন সকাল থেকে গণপরিবহন চলাচল সীমিত। অফিসগামী যাত্রীদের পোহাতে হয় ভোগান্তি। বাস না পেয়ে অনেকেই রিকসা কিংবা লেগুনাতে (ছোট গাড়ি) করে কিংবা পায়ে হেঁটে অফিসে গিয়েছেন।

সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় বিআরটিসি’র বাস কাউন্টারের সামনে লম্বা লাইনে বাসের জন্য অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা। আজিজুর রহমান, গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন তিনি সকাল ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি অথবা তরঙ্গ পরিবহণে করে গন্তব্যে যান। কিন্তু হরতাল হওয়ার কারণে খুব সকালে বের হলেও প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়।

আজিজুর দিরিপোর্ট২৪কে বলেন, ‘হরতাল হওয়ায় খুব সকালেই বাসা থেকে বের হয়েছি। বিআরটিসি কাউন্টারে খবর নিয়ে জানতে পারি তাদের বাস চলাচল করছে। তবে খুবই সীমিত। মোহাম্মদপুর থেকে একটি বাস ছেড়ে যাওয়ার প্রায় এক ঘন্টা পর আরেকটা আসছে। হরতালের কারণে তরঙ্গ পরিবহন বন্ধ। তাই আজ বিআরটিসি ছাড়া অন্য কোন উপায় নেই। তবে অনেকে লেগুনাতে করেও গুলশান যাচ্ছেন। লেগুনা আমার কাছে হরতালের দিনে ঝুঁকিপূর্ণ মনে হয়।’

সীমিত বাসের কারণ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর কাউন্টারম্যান রুবেল দিরিপোর্ট২৪কে বলেন, ‘অন্যান্য দিনে মোহাম্মদপুর থেকে গুলশান-বাড্ডা-নতুনবাজার রুটে ১৬টি দ্বিতল বাস চলাচল করে। কিন্তু হরতালের কারণে ঢাকাতে সকল দ্বিতল বাস বন্ধ রেখেছে বিআরটিসি। হরতালে বাস পোড়ানোর ভয়ে এসব বাস বন্ধ রয়েছে। আজ মোহাম্মদপুর-নতুনবাজার রুটের মাত্র ৬টি একতলা বাস চালু রয়েছে।’

এদিকে মোহাম্মদপুর থেকে শাহবাগ, গুলিস্তান হয়ে লোহারপুল পর্যন্ত চলাচলকারী মালঞ্চ পরিবহনের সকল বাসই বন্ধ রয়েছে। হরতালের আগের দিন মালঞ্চ পরিবহনের একট বাস হরতাল সমর্থনকারীরা ভাংচুর করায় আজ তারা সকল বাস বন্ধ রেখেছে। অন্যদিকে মোহাম্মদপুর থেকে রামপুরা বনশ্রী রুটের তরঙ্গ প্লাস বাস সার্ভিসও বন্ধ রাখা হয়েছে।

এছাড়া মতিঝিল, আরামবাগ রুটে রাজা সিটি, মৈত্রী, দীপন ও এটিসিএল নামে বেশ কয়েকটি কোম্পানির বাস চলাচল করলেও সংখ্যায় ছিল খুবই সীমিত। এ ব্যাপারে এটিসিএল বাস কাউন্টারের কাউন্টার ম্যানেজার শাহিনুর বলেন, ‘মোহাম্মদপুর হয়ে আসাদগেট, কলাবাগান, সায়েন্সল্যাব হয়ে মতিঝিল-আরামবাগ পর্যন্ত তাদের মোট ৩০টি বাস চলাচল করে। হরতালের কারণে আজ সকাল থেকে ১২টি বাস চলাচল করছে।’

মোহাম্মদপুর ছাড়াও গাবতলী, মিরপুর-পল্লবী, যাত্রাবাড়ি থেকে সিটি বাস সার্ভিসগুলোর চলাচল সকাল থেকেই স্বাভাবিক ছিলো। তবে অন্যান্য দিনের তুলনায় হরতালের প্রথম দিন এসব রুটে যাত্রী সংখ্যা ছিলো সীমিত।

(দিরিপোর্ট২৪/আরএইচ/এমসি/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর