thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গাড়ি চুরি চক্রের ১২ সদস্য গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৪:৪৮:৫৯
গাড়ি চুরি চক্রের ১২ সদস্য গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা, বরিশাল ও চট্রগ্রামে অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মাইক্রোবাস, চারটি সিএনজি চালিত অটোরিকশা ও ১১০ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ও বুধবার এই অভিযান চালানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে দুটি সিএনজি চালিত অটোরিকশা থেকে সাতজনকে আটক করা হয়। হলেন- সুমন (২৮), আমিন (২৪), আব্দুস সালাম (৩০), মিজান (২৫), জসিম (২৪), আমির হোসেন (২৭), শাহদাত হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি সিএনজি চালিত অটোরিকশা, ১১০ পিস চেতনানাশক ট্যাবলেট ও একটি চায়ের ফ্লাক্স উদ্ধার করা হয়।

সূত্রটি জানায়, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে আরও দুইটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এর আগে বুধবার বরিশাল ও চট্রগ্রাম জেলায় অভিযান চালিয়ে শামীম, মিজান, সাইফুল ইসলাম, খলিল মিয়া, আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানা এলাকা থেকে একটি এক্স নোহা ও খুলশী থানা এলাকা থেকে একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, উদ্ধার গাড়ি ও সিএনজি হারানোর কারণে রাজধানীর পল্টন, রমনা ও ডেমরা থানায় মামলা আছে। সেই মামলা সূত্রেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর