thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সেমিনার

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৫:২৮:০৩
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সেমিনার

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সকালে এ সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ও স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হোসনে আরা।

বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. রফিকুল ইসলাম মীর, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, বোর্ডের উপ-পরিদর্শক এসএম শাজাহান, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল কাইউম, মাইজবাড়ী টেকনিকেল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে দেড় শতাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্র সচিব, শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্র সচিবদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর