thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

সাপ্তাহিক গেইনারের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৫:৩১:৫৮
সাপ্তাহিক গেইনারের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগের বছরের তুলনায় ব্যবসায়িক ফলাফল খারাপ হলেও সপ্তাহশেষে শেয়ার দর বেড়েছে আলহাজ্ব টেক্সটাইলের। লেনদেন হওয়া ৫ কার্যদিবসে এ শেয়ারের দর বেড়েছে ১৮.৩৭ শতাংশ। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি সাপ্তাহিক দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে এসেছে।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে এ কোম্পানির মোট ১০ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮০০ টাকার। বৃহস্পতিবার লেনদেন শেষে এ শেয়ারের দর ২.৭ টাকা কমে ৮৪.৪ টাকায় অবস্থান করছে।

জুনে আর্থিক বছর শেষ হওয়া এ কোম্পানির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। আগের বছর প্রথমার্ধে আলহাজ্জ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.২৫ টাকা হলেও চলতি বছর ১.০৩ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া গত কয়েক বছর ধরে কোম্পানিটি উল্লেখ করার মতো কোনো ফলাফল বয়ে আনতে পারেনি।

১৯৮৩ সালে তালিকাভুক্ত হওয়া আলহাজ্জ টেক্সটাইলের মোট ১ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৮৪৩টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৪.০৩ শতাংশ, সরকারের কাছে ০.০৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.১৯ শতাংশ ও বাকি ৭১.৭৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর