thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

হরতালে ব্যাংক লেনদেনে নেতিবাচক প্রভাব

২০১৩ নভেম্বর ০৪ ১৬:০৩:৪১
হরতালে ব্যাংক লেনদেনে নেতিবাচক প্রভাব

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথমদিন সোমবার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেনে।

বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সরেজমিনে দেখা যায়, হরতালের কারণে অন্যদিনের চেয়ে সোমবার লেনদেনের পরিমাণ ছিল কম। এদিন ব্যাংকগুলোকে গ্রাহক সংখ্যা ছিল হাতে গোনা। তবে মোজাফর হোসেন স্পিনিং মিলের আইপিওর টাকা জমা ইবিএল, এনবিএলসহ কয়েকটি ব্যাংকে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে।

হরতালের লেনদেনের বিষয়ে ব্যাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘অন্যান্য দিনে গড়ে ১ হাজার থেকে বারশো কোটি টাকা লেনদেন হয়। সেখানে আজ দিনশেষে ২০০ কোটি টাকা হতে পারে।’

হরতালে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ে বলে উল্লেখ করে সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, ‘ব্যাংকের দৈনন্দিন লেনদেন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহক সংখ্যা একেবারেই কম।’ এতে সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

(দিরিপোর্ট২৪/এএইচ/এমসি/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর