thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মেক্সিকোয় গণকবর থেকে ২০টি মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৬:০৯:২৫
মেক্সিকোয় গণকবর থেকে ২০টি মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি গণকবর থেকে কমপক্ষে ২০টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সংঘাতপূর্ণ মিচোয়াকান প্রদেশের তিনগুইনদিন মিউনিসিপ্যালে এ গণকবরের সন্ধান পায় পুলিশ।

ওই গণকবরের পার্শ্ববর্তী জাকান এলাকা থেকে বৃহস্পতিবার চারজনের ছিন্ন মস্তক উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

একমাস আগে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই এলাকার কুখ্যাত নাইটস টেম্পলার নামে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে।

সংগঠনটির মুখপাত্র জানান, মাদক পাচারকারী চক্রের সদস্যরা প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

কতদিন আগে মৃতদেহগুলো কবর দেওয়া হয়েছিল তা বের করার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

এদিকে হুমকি দিয়ে চিরকুটসহ কয়েকটি ময়লার ব্যাগে মোড়ানো বিচ্ছিন্ন মাথা পাওয়া গেছে ওই এলাকার রাস্তার সঙ্গে সংযুক্ত একটি চার্চ থেকে।

মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের হামলায় নিহতদের গণকবর খুঁজে পাওয়া নতুন নয়। তবে সদ্য আবিষ্কৃত গণকবরটির অবস্থান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে বিবিসির প্রতিবেদক জানিয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর