thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দিনাজপুরে ১ লাখ ১৮ হাজার ৫৫৫ এসএসসি পরীক্ষার্থী

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৮:১০:৩৭
দিনাজপুরে ১ লাখ ১৮ হাজার ৫৫৫ এসএসসি পরীক্ষার্থী

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এক লাখ ১৮ হাজার ৫৫৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে দিনাজপুরে ২৩ হাজার ৯৫৫, ঠাকুরগাঁও জেলায় ১২ হাজার ৮৯৭, পঞ্চগড় জেলায় ৯ হাজার ৩৫৯, রংপুর জেলায় ২০ হাজার ৩৭৬, গাইবান্ধা জেলায় ১৫ হাজার ১৮০, নীলফামারী জেলায় ১২ হাজার ৭৮০, কুড়িগ্রাম জেলায় ১৪ হাজার ৩৮৪ ও লালমনিরহাট জেলায় ৯ হাজার ৬২৪ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় এবার এক লাখ ১৮ হাজার ৫৫৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ছাত্র ৬০ হাজার ৪৭৮ ও ৫৮ হাজার ৭৭ ছাত্রী রয়েছেন।

২০১৩ সালের এসএসসি পরীক্ষার তুলনায় এবার ১৬ হাজার ৮০২ পরীক্ষার্থী ও ১৬টি কেন্দ্র বেড়েছে।

এসএসসি পরীক্ষায় এবার বিজ্ঞান শাখায় ৪৬ হাজার ২২৪ পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ২৮ হাজার ২২০ ছাত্র ও ছাত্রী ১৮ হাজার চারজন। মানবিক শাখায় ৬৪ হাজার ৭০৭ জনের মধ্যে ২৭ হাজার ৩৩ ছাত্র ও ছাত্রী ৩৭ হাজার ৬৭৪ জন। ব্যবসা শিক্ষা শাখায় সাত হাজার ৬২৪ জনের মধ্যে ৫ হাজার ২২৫ ছাত্র ও ছাত্রী ৩৯৯ জন।

তিনি আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআইআর/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর