thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাবিতে সাধারণ শিক্ষার্থীদের নামে মামলায় বিস্মিত ড. কামাল

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৮:৪৪:৩৫
রাবিতে সাধারণ শিক্ষার্থীদের নামে মামলায় বিস্মিত ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণফোরাম সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে প্রশাসনের মামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে গণফোরামের দুই নেতা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও শিক্ষাকে বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আন্দোলনরত সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলার তীব্র নিন্দা করছি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন কর্তৃক উল্টো আক্রান্ত সাধারণ ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়েরে আমরা বিস্ময় প্রকাশ করছি।’

তারা বলেন, ‘আমরা অবিলম্বে সাধারণ ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নিয়ে প্রশাসন কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর