thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাংলাদেশের সড়কগুলো নিরাপদ নয় : তথ্যমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২০:১৮:৩৫
বাংলাদেশের সড়কগুলো নিরাপদ নয় : তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের সড়কগুলো এখনও নিরাপদ হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকমের উদ্বোধনকালে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম আহমদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

প্রধান অতিথির বক্ত্যেবে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ১০ হাজার গাড়ির মধ্যে ৮৬টি সড়ক দুর্ঘটনার শিকার হয়। উন্নত দেশে এ হার মাত্র ৩টি। এ থেকে বুঝা যাচ্ছে বাংলাদেশে সড়ক দূর্ঘটনা হার কত বেশি। আমাদের সড়কগুলো এখনও নিরাপদ হয়নি। এখন পর্যন্ত আমরা উন্নত দেশগুলোর মতো দুর্ঘটনা কমাতে পারিনি। তবে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সড়ক দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত তারা অন্ধ। বিআরটিএতে দুর্নীতি হলে আমরা দক্ষ ড্রাইভার পাব না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একটি সমাজকে নৈরাজ্যের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কারণ আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সড়ক দুর্ঘটনা কমাতে তিনি লাইসেন্স পেতে ড্রাইভারদের এসএসসি পাস ও মহাসড়কগুলোতে চার লেনে উন্নীত করার প্রস্তাব করেন।’

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দীর্ঘ ২১ বছর যাবত নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছি। এই আন্দোলনের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা। সড়ক দুর্ঘটনা রোধে সরকার যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। আইনের শাসন নিশ্চিত না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’

এফবিসিসিআইয়ের সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘সড়ক দুর্ঘটনা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য ক্ষতিকর। ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আমি এর প্রতিকার চাই। আমরাও নিরাপদ সড়ক চাই- দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ড্রাইভার জানে তারা ধরা-ছোঁয়ার বাইরে। তাদের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি। যাদের সড়কের নিরাপত্তা দেওয়ার কথা তারা সঠিকভাবে তা দিতে পারছে না।’

(দ্য রিপোর্ট/এএইচ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর