thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে অর্ধেক দুর্নীতি কমে যাবে’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২০:৫৩:০০
‘রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে অর্ধেক দুর্নীতি কমে যাবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের উন্নয়নে প্রধান বাধা দুর্নীতি। রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে দেশের ৫০ ভাগ দুর্নীতি কমে যাবে।’

রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন।

ওবায়দুর কাদের বলেন, ‘জীবিকার জন্য নয়, জীবনের জন্য শিক্ষা প্রয়োজন। নষ্ট-ভ্রষ্ট মেধাবী জ্ঞানপাপী আমাদের প্রয়োজন নেই। চরিত্রহীন মেধা বিপজ্জনক।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘রাজনীতি সন্ত্রাসমুক্ত হলে দেশের ৮০ ভাগ সন্ত্রাসী কার্যক্রম কমে যাবে। ছাত্ররাজনীতি সন্ত্রাসমুক্ত হলে শিক্ষাঙ্গন শতভাগ সন্ত্রাসমুক্ত হবে।’

এ সময় আ্গামী ১০০ দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে তার মন্ত্রণালয় কর্মসূচি নিয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী।

বৃহত্তর নোয়াখালী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে ১১০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক বাহার উদ্দিন খেলন। সভায় আরো বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেলায়েত হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, এহসানুল কবির টুটুল, বিটিসিএলের পরিচালক ইঞ্জিনিয়ার এমএ তালেব, বিশ্ববিদ্যালয মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর