thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘রাজনীতিতে একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থার প্রাদুর্ভাব ঘটেছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২১:৩১:২৩
‘রাজনীতিতে একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থার প্রাদুর্ভাব ঘটেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনীতিতে একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থার প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, ‘দেশ ও দেশের জনগণ আজ গভীর সংকটে নিমজ্জিত। জোর-জবরদস্তি করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় চেপে বসেছে।’

রাজধানীর মাহবুব আলী ইনস্টিটিউশন মিলনায়তনে খেলাফত মজলিশের মজলিশে শূরার বৈঠকে সভাপতির বক্তব্যে শুক্রবার সকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম ও ইসলামী রাজনীতি নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। ঘুষ-দুর্নীতি চরম আকার ধারণ করেছে। বিরোধীদলের ওপর চলছে ভয়াবহ দমন-নির্যাতন। এ সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সবদলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ মজিবুর রহমান, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক সিরাজুল হক, অধ্যাপক এম কে জামান, শেখ গোলাম আসগর, সাংগঠনিক ও বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউল আলম, ড. আবদুল লতিফ মাসুম, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, আবদুস সামাদ সরকার, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক কে এম আলম, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

অধিবেশনে খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশব্যাপী তিন মাসের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। কর্মসূচির মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিটি শাখায় মানববন্ধন, যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। ১ থেকে ২৫ মার্চ সারাদেশে গণসংযোগ। ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং ১৮ এপ্রিল ঢাকায় কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশ অনুষ্ঠান।

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর