thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘রাজনৈতিক অস্থিরতায় পর্যাপ্ত বিদেশী বিনিয়োগ হয়নি’

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২১:৪৮:২১
‘রাজনৈতিক অস্থিরতায় পর্যাপ্ত বিদেশী বিনিয়োগ হয়নি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে পর্যাপ্ত বিদেশী বিনিয়োগ হয়নি’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে শুক্রবার সন্ধ্যায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্ত্যবে অর্থমন্ত্রী বলেন, ‘অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশীরা বিনিয়োগে সাবধান ছিলেন। এ কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে বিদেশী বিনিয়োগ কমেছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় তা সংশোধন করতে হবে। দেশে চলতি বছরের প্রথম ছয় মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ। এর অর্থ হলো যারা হরতাল-অবরোধ দিয়ে বাধা সৃষ্টি করতে চেয়েছিল তারা অর্থনীতির ক্ষতি করতে পারেনি।’

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ২০১৩ সালের জন্য সেরা রিপোর্টারদের পুরস্কার দেওয়া হয়।

সাধারণ অর্থনীতি বিভাগে সেরা রিপোর্টার হয়েছেন যুগান্তরের শাহ আলম ও জাহাঙ্গীর মিজান চৌধুরী।

আর্থিক খাত ও ব্যবসা-বাণিজ্যে প্রিন্ট ও অনলাইন বিভাগে এম এস জেড আনাম (ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও আব্দুল কাইয়ুম তুহিন (চ্যানেল টুয়েন্টিফোর) সেরা রিপোর্টার হয়েছেন।

আজীবন সম্মাননা পেয়েছেন নাজিম উদ্দিন মোস্তান (মরণোত্তর) ও সৈয়দ কামাল উদ্দিন।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর