thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নড়াইলে বিএনপি প্রার্থীর কার্যালয় ভাঙচুর

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ২২:১২:০৪
নড়াইলে বিএনপি প্রার্থীর কার্যালয় ভাঙচুর

নড়াইল প্রতিনিধি : জেলার কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসজাদুর রহমানের নির্বাচনী অফিস ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।

কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী বাজারে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের সমর্থকদের বাধা দিতে গেলে এ সময় পেড়লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, বিএনপি নেতা বালাম শেখ, হেলাল জমাদ্দার, সেলিম শেখ, আফছার শেখ লাঞ্ছিত হন। অফিসে থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিসহ মালামাল চিত্রা নদীতে ফেলে দেয় তারা।

বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগ নেতা ওবায়দুল শেখ, মুরাদ মুন্সির নেতৃত্বে এক দল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। তারা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুর রহমানের সমর্থক।

পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী এ অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘পেড়লী এলাকার খোকা মোল্লার মেয়ে খুলনায় মারা যাওয়ায় সেখানে গিয়েছিলাম। এ ধরনের কোনো খবর শুনিনি।’

পেড়লী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জিব কুমার জানান, সাবেক বিএনপি নেতা ফোরকান শেখের পেড়লী বাজারের একটি ঘরে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসজাদুর রহমানের নির্বাচনী অফিস করা হয়। ফোরকান শেখ সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়ায় তার ঘর থেকে মালামাল সরিয়ে নিতে বলে। মালামাল সরিয়ে না নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী ঘর থেকে মালামাল বের করে দেয়।

অফিস ভাঙচুর ও বিএনপি চেয়ারপারসনের ছবি নদীতে ফেলার বিষয়টি জানেন না তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর