thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ০২:৫১:৩৭
শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জিদান মোহাম্মদ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার এক অভিনন্দন বার্তায় লিবিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ-লিবিয়ার বন্ধুপ্রতীম জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মহান বন্ধনের জন্য গৌরব প্রকাশ করেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

(দ্য রিপোর্ট/জেআইএল/এমসি/এএল/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর