thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাদুল্যাপুরে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ০৩:২৬:৪৮
সাদুল্যাপুরে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্যাপুরে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় কামারপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার হাটবামুনি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে কামারপাড়া পিএম ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় প্রিসাইডিং অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আশরাফুল ইসলামকে অভিযুক্ত করা হয়।

তিনি আরও জানান, আশরাফুল ইসলামকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডআর/ডব্লিউএন/এএল/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর