thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মধুবাগ বস্তিতে ভয়াবহ আগুন, এক শিশুর লাশ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ০৮:৫১:০০ ২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৭:২৫:০০
মধুবাগ বস্তিতে ভয়াবহ আগুন, এক শিশুর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রমনা থানাধীন হাতিরঝিল সংলগ্ন মধুবাগ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবুজ নামে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় দেড় শতাধিক ঘর পুড়ে গেছে, আহত হয়েছে অন্তত তিনজন।

জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি টিম কাজ করে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো সঠিক তথ্য দিতে পারেননি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান সরদার বলেন, ‘আমরা এখনও নিশ্চিত করে মোট ক্ষয়-ক্ষতির বিষয়টি বলতে পারব না। তদন্তের পর বিষয়টি বলা যাবে।’

ঢাকা জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জহিরুল হক বলেন, ‘আমরা এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে প্রায় দেড় শতাধিক ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পুরো চিত্র পেতে কিছুটা সময় লাগবে।’

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘এখন কিছু বলা যাবে না।’

তিনি জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) ফরিদ উদ্দিনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত সবুজের মা মদীনা বেগম জানান, তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে বস্তিতে থাকেন। স্বামী হাসমত আলী একজন রিকশাচালক। তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। সকালে প্রতিদিনের কাজে বের হয়ে কিছুক্ষণ পরে শোনেন বস্তিতে আগুন লেগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ফলে বস্তির দেড় শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে।

বস্তিতে মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল জলিল। তিনি জানান, বাসায় গিয়ে ছেলে-মেয়েদের আরবি পড়িয়ে ৮০ হাজার টাকা জমিয়েছেন। আগুনে তার সব টাকা পুড়ে গেছে। তিনি বিলাপ করতে করতে বলেন, আমি এখন কী করব। আমার সারা জীবনের সঞ্চয়ই শেষ হয়ে গেল।

এ ঘটনায় ঢাকা জেলা প্রশাসক আবু ইউসূফ হারুণ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ক্ষতিগ্রস্তদের টাকা না দিতে পারা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর