thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দুই বাংলার চলচ্চিত্র নিয়ে কলকাতায় উৎসব

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১২:১৫:২৩
দুই বাংলার চলচ্চিত্র নিয়ে কলকাতায় উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুচিত্রা সেন অভিনীত আর বাংলাদেশের কিছু চলচ্চিত্র নিয়ে কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। কাকুরগাছি সুভাষ মেলা ময়দানে শুক্রবার ‘গঙ্গা-পদ্মা’ নামের উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। আর বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ‍সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে সফরে যাওয়া সংস্কৃতিমন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহে আইনানুগভাবে ভারতের ছবি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি অধিগ্রহণ করে সংগ্রহশালা তৈরিতে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি।

এই চলচ্চিত্র উৎসব দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন তৈরি করবে এমনটাই মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত দুই বাংলার বক্তারা।

উৎসবে প্রদর্শিত হবে প্রয়াত সুচিত্রা সেন অভিনীত ‘সাগরিকা’, ‘হারানো সুর’, ‘শিল্পী’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘সপ্তপদী’ ও ‘দেবদাস’৷

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৈরি ‘শ্যামল ছায়া’ ও তারেক মাসুদের ‘মাটির ময়না’ প্রদর্শিত হবে। উৎসব চলবে ফেব্রুয়ারির ১৩ তারিখ পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এসএম/আরজে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর