thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

রাজধানীতে কেরোসিনের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১২:২২:১০
রাজধানীতে কেরোসিনের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে শ্বশুর বাড়ির লোকদের দেওয়া কেরোসিনের আগুনে দগ্ধ গৃহবধূ সাবিনা আকতার (২৮) মারা গেছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হওয়ার ২১ দিন পর শনিবার সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি।

জানা গেছে, কামরাঙ্গীরচরের মমিনবাগ এলাকায় গত ১৭ জানুয়ারি সাবিনা আকতারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার বাবার বাড়ির লোকেরা হাসপাতালে আসেন। এর পর কামরাঙ্গীরচর থানায় এজাহার দায়ের করে সাবিনার পরিবার।

এ ঘটনায় ২০ জানুয়ারি সাবিনার স্বামী আবুল কালাম আজাদ ও শ্বশুর মনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

সাবিনার ছোট ভাই আফাজ উদ্দিন জানান, ৬ বছর আগে আবুল কালাম আজাদের সঙ্গে তার বোনের বিয়ে হয়। আবুল কালাম গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জুনিয়র অডিট অফিসার ছিলেন। বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। প্রায়ই তার বোনের কাছে টাকা দাবি করত আজাদ। এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি দেড় লাখ টাকা দাবি করে আজাদ। টাকা এনে না দেওয়ায় ১৭ জানুয়ারি সাবিনার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আবুল কালাম আজাদ ও শ্বশুর মনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন আসামি শাশুড়ি ও দুই ননদ পলাতক রয়েছেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। দুই আসামি গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর