thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৪ ঘণ্টা পর মান্নাকে জীবিত উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:০২:২৮
৪ ঘণ্টা পর মান্নাকে জীবিত উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : দুর্ঘটনার ৪ ঘণ্টা পর বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুর মোড়ে বাসের মধ্যে চাপা পড়া মান্নাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট সিভিল সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, শনিবার সকালে দুর্ঘটনাকবলিত একটি বাসের নিচে চাপা পড়ে মান্না (২২)। পরে দুপুর ১২টার দিকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ জন্য আল্লার কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

মান্না জানান, তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায়। দিগন্ত পরিবহনের হেলপার বলে জানান তিনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান জানান, উদ্ধারের পর মান্নাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দিগন্ত পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৫৮৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর