thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘দশম সংসদ পৃথিবীর ইতিহাসে নবধারা সৃষ্টি করেছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:০৮:৩১
‘দশম সংসদ পৃথিবীর ইতিহাসে নবধারা সৃষ্টি করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘জনগণের ম্যান্ডেট না পেলে কোনো সরকারের রাষ্ট্র চালানোর অধিকার থাকে না। যে জগাখিচুড়ির সংসদ ও মন্ত্রিপরিষদ করা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে নবধারা সৃষ্টি করেছে।’

জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে ‘বিনাবিচারে হত্যাকাণ্ড, মৌলিক অধিকার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, ‘সংবিধানের ১২৩ (৩) এর ক ও খ অনুচ্ছেদ অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত নবম সংসদের মেয়াদ ছিল, তা অমান্য করে দশম সংসদ গঠন করায় অনুচ্ছেদ ৭ অনুযায়ী রাষ্ট্রদ্রোহ হয়েছে কিনা- সেটা আমার প্রশ্ন।’

জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজী মো. লিটন মিয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর