thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:২০:৪৭
বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্ত থেকে বাংলাদেশি যুবক আবদুল কাদেরকে (২৫) আটক করেছে ভারতীয় বিএসএফ।

দেশটির কুকড়াদহ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা শুক্রবার রাত দেড়টার দিকে তাকে আটক করে।

আটক আবদুল কাদের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদ্বীপ এলাকার সলিম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, রাতে জগদল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন আবদুল কাদের। এ সময় বিএসএফ জওয়ানরা তাকে আটক করেন।

ঠাকুরগাঁও ৩২ বিজিবি ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর জানান, এ ব্যাপারে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জগদল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ তাকে ফেরত না দিয়ে সে দেশের গোয়ালপুকুর পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর