thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ডিএসইর নির্বাচনে ভোটগ্রহণের সময় বৃদ্ধি

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:০০:২০
ডিএসইর নির্বাচনে ভোটগ্রহণের সময় বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচনে ভোটগ্রহণের সময়সীমা দেড় ঘণ্টা বাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের এ নতুন সময়সীমা নির্ধারণ করা হয় বলে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

নতুন সময়সীমা নির্ধারণের ফলে ডিএসইর সদস্যরা সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট দিতে পারবেন।

ভোট প্রদানের পূর্বের সময়সীমা ছিলো সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত।

ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়, গত ৩ ফেব্রুয়ারি ডিএসই পরিচালক নির্বাচন ২০১৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিএসইর সদস্যদের ভোগ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা জজ মো. শাসসুল হক, কমিশনের সদস্য মাহবুবুর রহমান ও এম কামাল উদ্দিনের সম্মতিক্রমে ভোটগ্রহণের সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা দ্য রিপোর্টকে বলেন, ‘নির্বাচন কমিশনের সকল সদস্যদের সম্মতিক্রমে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে হয়েছে। বিশেষ করে সদস্যদের ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ডিএসই ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডিএসইর সদস্যভুক্ত ২৪২ জন ট্রেকহোল্ডার বা সদস্য ভোট দিতে পারবেন।

(দ্য রিপোর্ট/এনটি/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর