thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ডিআরইউর জন্য দ্য রিপোর্টের এসি উপহার

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:২৭:২৩
ডিআরইউর জন্য দ্য রিপোর্টের এসি উপহার

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম’-এর পক্ষ থেকে পেশাদার রিপোর্টারদের সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) মিডিয়া রুমের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) উপহার দেওয়া হয়েছে।

ডিআরইউতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি শনিবার সকাল সাড়ে ১০টায় দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সংগঠনটির সভাপতি শাহেদ চৌধুরী।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী উপস্থিত ছিলেন।

দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, বার্তা সম্পাদক মো. আল-আমিন ও হোসেন শহীদ মজনু, প্রধান প্রতিবেদক এমএকে জিলানীসহ পোর্টালটির প্রতিবেদকরা।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র হস্তান্তর পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, ‘সংগঠনটির মিডিয়া রুম উন্নত ও আধুনিক হওয়ার পেছনে তৌহিদুল ইসলাম মিন্টু ভাইয়ের অনেক অবদান আছে। মিন্টু ভাই কথা দিয়েছিলেন একটি এসি দেবেন। সেই কথা রাখলেন। মিন্টু ভাইয়ের এ সহযোগিতার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।’

দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ডিআরইউতে মিডিয়া হাউসের পরিধি বাড়াতে এবং আধুনিক সুবিধা নিশ্চিত করতে আমার অনেক আগ্রহ ছিল। শাহেদ ভাই সেই আগ্রহ বাস্তবায়নে আন্তরিকতা দেখিয়েছেন। দ্য রিপোর্ট পরিবারের পক্ষ থেকে এ পেশাদার সংগঠনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘সাধারণত সংবাদমাধ্যমগুলোর ডিআরইউ মিডিয়া হাউসে তেমন কোনো অবদান নেই। আমরা সেই ধারা থেকে বের হয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। সম্পাদক হিসেবে আমার নতুন যাত্রা। নতুন কাজেও থাকতে চাই। ডিআরইউর সঙ্গে এভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য শাহেদ ভাইকে ধন্যবাদ।’

সংক্ষিপ্ত আলোচনা সভা সঞ্চালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

তিনি বলেন, ‘রিপোর্টারদের সংগঠন ডিআরইউকে এসি প্রদানের জন্য দ্য রিপোর্ট সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুসহ পোর্টালটির মালিকপক্ষকে ধন্যবাদ।’

(দ্য রিপোর্ট/বিকে/কাআ/এনডিএস/এইচএসএম/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর