thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘বিএনপি ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:৪০:৪৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি মনে করেছিল তাদের ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। কিন্তু তাদের ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠুভাবেই হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শনিবার দুপুরে ন্যাপ ভাসানী আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন দেশ ও জনগণের নেতা। তিনি মজলুমদের নিয়ে কাজ করতেন। তিনি ছিলেন দেশ মাটি ও মানুষের নেতা।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমদ ভাসানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনএফের প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ এমপি, অরুণ সরকার রানা, কবি আব্দুল খালেক, মোমিন মেহেদী, কাজী মাসুদ আহমেদ, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর