thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

দেশের নাম পরিবর্তনের সুপারিশ কাজাকিস্তানের প্রেসিডেন্টের

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:৫৫:৩৭
দেশের নাম পরিবর্তনের সুপারিশ কাজাকিস্তানের প্রেসিডেন্টের

দ্য রিপোর্ট ডেস্ক : কাজাকিস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবয়েভ তার দেশের নাম পরিবর্তনের সুপারিশ করেছেন।

তিনি বলেন, দেশের নামের শেষে ‘স্তান’ থাকায় পর্যটক ও বিনিয়োগকারীরা কাজাকিস্তানের ব্যাপারে আগ্রহী হন না।

তিনি দেশের নাম পরিবর্তন করে কাজাক এলি কিংবা কাজাক ন্যাশন রাখার সুপারিশ করেন।

দেশটির একটি সংবাদ সংস্থাকে প্রেসিডেন্ট বলেন, বিদেশিরা নামের শেষে ‘স্তান’ না থাকায় পার্শ্ববর্তী দেশ মঙ্গোলিয়ার প্রতি আগ্রহী।

খনিজ সমৃদ্ধ এই দেশটিতে অবশ্য নাম পবির্তনের ধারা আছে। ১৯৯৩ সালে দেশটির রাজধানীর নাম আলমা আতা থেকে পরিবর্তন করে রাখা হয় আলমাতি। চার বছর পর রাজধানী আকমোলা নামে অন্য একটি স্থানে স্থানান্তর করা হয়। ১৯৯৮ সালে আকমোলা নাম পরিবর্তন করে রাখা হয় আস্তানা।

তবে এত সহজেই কাজাকিস্তানের নাম পরিবর্তন হচ্ছে না। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নুর সুলতান জানান, জনগণের সঙ্গে কথা বলেই দেশের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর