thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

‘রাজনীতি এখন কঠিন সংকটে’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:৫৭:৪৫
‘রাজনীতি এখন কঠিন সংকটে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতি এখন কঠিন সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহাবুবুর রহমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শনিবার দুপুরে ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৫৭তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এই বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

লে. জে. মাহাবুবুর রহমান বলেন, আমরা গণতন্ত্রের জন্য দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আজ দেশের সেই গণতন্ত্র হরণ হচ্ছে।

সংসদ গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে সংসদে যারা বসছে তারা কেউ জনগণ দ্বারা নির্বাচিত নয়। তা ছাড়া সেখানে কোনো বিরোধী দলও নেই। আর যেই দেশের সংসদে গণতন্ত্র নেই, সেই দেশে গণতন্ত্র থাকতে পারে না।

বিএনপি এই নেতা বলেন, রাজনীতিতে আজ প্রাধান্য পাচ্ছে স্বজনপ্রীতি। এ জন্য বাংলাদেশের রাজনীতি আজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাপরিচালক স্বপন কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোড়ল আমজাদ হোসেন, কল্যাণ পার্টির যুগ্ম-মহাসচিব এম এ আমিনুর রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর