thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না সরকার’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৪:২৬:৪৫
‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না সরকার’

কুড়িগ্রাম সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সরকার এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না। সরকারের প্রতি দেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম অফিসার্স ক্লাব মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এ সব কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে আমেরিকান একটি সংস্থার জরিপে সরকারের বিরুদ্ধে মতামত দিয়েছিল, তারাই এখন বলছে এ সরকারের প্রতি দেশের মানুষের সমর্থন রয়েছে।

বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এই সরকারকে অবৈধ বলেছে কাজেই তাদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। আগে সরকারের বৈধতা স্বীকার করুক তারপর সংলাপের বিষয়টি ভেবে দেখা হবে।

আওয়ামী লীগ এই নেতা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক বানিজ্যমন্ত্রী ফারুক খান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেআই/এসবি/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর