thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৪:৩৯:৩৩
চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্রপরিষদের ব্যানারে শনিবার দুপুর ১টার দিকে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রাস্তা অবরোধ করে বসে পড়ায় ওই এলাকায় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে এখন তা স্বাভাবিক রয়েছে।

এর আগে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবে আসে।

প্রসঙ্গত, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের জন্য সাধারণ শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা আছে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর