thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মন্ত্রীর গ্রেফতারের দাবিতে কাশ্মীরে ডাক্তারদের ধর্মঘট

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৫:৫৫:২৭
মন্ত্রীর গ্রেফতারের দাবিতে কাশ্মীরে ডাক্তারদের ধর্মঘট

দ্য রিপোর্ট ডেস্ক : কাশ্মীরের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা শনিবার দিনব্যাপী ধর্মঘট পালন করছেন। যৌন সহিংসতার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাবির খানকে গ্রেফতারের দাবিতেই এই কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

কাশ্মীরের চিকিৎসক সংগঠনের প্রেসিডেন্ট নিসারুল হাসান জানিয়েছেন অভিযুক্তের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রায় এক সপ্তাহ আগে সাবির খানের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ দায়ের করেন এক নারী চিকিৎসক। প্রাদেশিক মন্ত্রী গোলাম নবী আজাদ ওই চিকিৎসকের কর্মস্থল পরিদর্শনে যান। সেখানে তিনি কী বলেছেন তা জানতে বারবার সাবিরের অফিস থেকে ওই নারীকে ডেকে পাঠানো হয়। বাধ্য হয়ে জানুয়ারির ২৮ তারিখে তিনি সাবির খানের অফিসে যান। সাবিরের সঙ্গে দেখা করতে এসে মৌখিক ও শারীরিক সহিংসতার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেও সাবির যাননি। এমনকি বাড়িতে গিয়েও তার খোঁজ পায়নি পুলিশ। পুলিশ সূত্র আরও জানিয়েছে আজকের মধ্যে জনাব খান ধরা না দিলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

এ অভিযোগের কারণে দলের উচ্চ পর্যায় থেকে আসা চাপে শুক্রবার পদ ছাড়তে বাধ্য হন রাজৌরির কংগ্রেস সদস্য সাবির।

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর